অতিরিক্ত আইজিপি (শিল্পাঞ্চল) মো. শফিকুল ইসলামের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করছেন। রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল রাজশাহী চেম্বার ভবনের হলরুমে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি। এসময় তিনি বলেন, দেশী-বিদেশি বিনিয়োগকারীদের অকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে শিল্পঞ্চল পুলিশ।
২০৪১ সালের মধ্যে সরকারের যে উন্নত দেশ গড়তে পরিকল্পনা নিয়েছেন। শিল্পঞ্চল পুলিশ সেই জায়গা থেকে কাজ করে যাচ্ছে। এজন্য সকলকে নিজ নিজ জায়গা থেকে ভুমিকা রাখতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, রাজশাহী পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন, এফবিসিসিআই’র পরিচালক শামসুজ্জামান প্রমুখ।