দেবহাটা ও কালিগজ্ঞের ইউপি নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচল বন্ধে গণবিজ্ঞপ্তি

দ্বারা zime
০ মন্তব্য 540 দর্শন

 

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্বাচন কমিশন সচিবালয়ের ১৪ নভেম্বর, ২০২১ তারিখের ১৭,০০,০০০০,০৭৯,৪১.০৩৯.২১-৫০৯ নম্বর স্মারক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২২ নভেম্বর, ২০২১ তারিখের ৩৫,০০,০০০০,০২০,০০৯.০২৭,২১-৫৩৪ নম্বর প্রজ্ঞাপন মোতাবেক ৩য় ধাপে আগামী ২৮ নভেম্বর, ২০২১ তারিখ রবিবার অনুষ্ঠিতব্য সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ৫টি ও কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের জন্য দেবহাটা ও কালিগঞ্জ উপজেলা অধিক্ষেত্রে কতিপয় যানবাহন চলাচলের উপর নিম্নরূপ নিষেধাজ্ঞা আরোপ করা হ’ল।

০২। উল্লিখিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজ যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এতদ্ব্যতীত জাতীয় মহাসড়ক (ঐরমযধিুং), বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।

০৩। এই নিষেধাজ্ঞা অমান্য করা হলে তা দন্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে।

০৪। জনস্বার্থে জারীকৃত এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

মোহাম্মদ হুমায়ুন
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক,সাতক্ষীরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন