করোনা ঠেকাতে মাঠে নেমেছে দা’কোপ থানার ওসি সেকেন্দার আলী

দ্বারা zime
০ মন্তব্য 365 দর্শন

 

করোনা ঠেকাতে মাঠে নেমেছে দা’কোপ থানা পুলিশ।খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের  দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার(দক্ষিন)ও অতিরিক্ত পুলিশ সুপার(বি-সার্কেল) এর তত্ত্বাবধানে দা’কোপ থানার অফিসার ইনচার্জ সেকেন্দার আলীর নেতৃত্বে এক দল চৌকস পুলিশ  লকডাউনের ২য় দিনে মহামারি করোনা ভাইরাস রোধকল্পে দাকোপ থানা এলাকার বিভিন্ন বাজারে  নিত্য প্রয়োজনীয় মালামালের দোকানের সামনে নিরাপদ দুরত্ব বজায় রাখার নিমিত্তে লাল রং দিয়ে চিহ্নিত করন করে দেন ওসি সেকেন্দার আলী।

এসময় দাকোপ থানার ওসি বাজারের নিত্য প্রয়োজনীয় মালামালের দোকান দার দের সামাজিক দুরত্ব মেনে মালামাল বিক্রি করার পরামর্শ দেন।

সাথে সাথে যেসব দোকানদার মুখে মাস্ক পরা ছিলো না তাদের একটি করে মাস্ক বিতরণ করেন ওসি সেকেন্দার আলী। এসময় দা’কোপ থানার পরিদর্শক তদন্ত, পরিদর্শক অপারেশন, পরিদর্শক ইন্টেলিজেন্স সহ বিভিন্ন পদমর্যাদা র পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন