গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
গাজীপুর সেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ নভেম্বর ২০২০ তারিখ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম-সেবা।
মাসিক অপরাধ পর্যালোচনায় সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এএসআই(নিঃ) মনিরুল ইসলাম সদর থানা জিএমপি, গাজীপুর পুরস্কৃত হন।
এছাড়াও বিশেষ পুরস্কার প্রাপ্তরা হলেনঃ মোঃ শাহ আলম পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মহানগর গোয়েন্দা বিভাগ (দক্ষিণ); পরিদর্শক (তদন্ত) জনাব সৈয়দ রাফিউল করিম সদর থানা এবং এস আই (নিঃ) আবুল হাসান টঙ্গী পশ্চিম থানা, জিএমপি গাজীপুর।
অপরাধ পর্যালোচনা সভায় এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আজাদ মিয়া,ডিসি সাউফ (ক্রাইম) মোহাম্মদ ইলতুৎমিশ সহ জিএমপি এর উর্দ্ধর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।