জরুরী সেবা ছাড়া লকডাউনে রাস্তায় কোন যানবাহন চলবেনা : এসপি মোস্তাফিজুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 228 দর্শন

 

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার বলেছেন,জরুরী সেবা ছাড়া লকডাউনে রাস্তায় কোন গাড়ি চলবেনা।অপ্রয়োজনে কেউ রাস্তায় গাড়ি নিয়ে বের হলে তাদের গাড়ী আটক করা হবে। পুলিশ সুপার বলেন, সাতক্ষীরার করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারন করছে।মেডিকেল কলেজের করোনা ইউনিটের সব বেডে করোনা রোগী অবস্থান করছে। কোন বেড খালি নেই।জেলার ২২ লক্ষ মানুষ কে তো আর একবারে মেডিকেলে ভর্ত্তি করা যাবেনা। তাই লক ডাউন বাস্তবায়নে সাতক্ষীরা জেলা পুলিশ আরো কঠোর হবে।তিনি বলেন, সচেতনতা ই করোনা প্রতিরোধের এক মাত্র হাতিয়ার।

বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে কলারোয়া থানাধীন বেলতলা মোড়ে লক ডাউন চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।প্রায় ঘন্টা ব্যাপী পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো:শামসুল হকের তত্বাবধানে কলারোয়া থানার ওসি মীর খাইরুল কবির  জেলায় প্রবেশের মুখ বেলতলা চেকপোষ্ট মোড়ে অবস্থান দিয়ে পথচারী ও মোটরসাইকেল চালকদের তল্লাশি ও বিভিন্ন প্রশ্ন করেন। 

এসময়  জনসাধারণকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করা হয়। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন