ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ হলেন গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্

দ্বারা zime
০ মন্তব্য 637 দর্শন

 

আজ ১৯ অক্টোবর ২০২১ খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয় আয়োজিত সেপ্টেম্বর/২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। 
সভায় অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে ঢাকা রেঞ্জের ১৩ টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় ঢাকা রেঞ্জের  ডিআইজি  হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)  পুলিশ সুপার গাজীপুর  এসএম শফিউল্লাহ্ বিপিএম কে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন।

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(ক্রাইম)  নুরেআলম মিনা বিপিএম(বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন)  জিহাদুল কবির, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) মো: মাহবুবুর রহমান, পিপিএম(বার) সহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তা এবং ১২ জেলার পুলিশ সুপারগন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ঢাকা রেঞ্জ কার্যালয় প্রদত্ত ১০ টি ক্যাটাগরীর মধ্যে গাজীপুর জেলা ৪ টি ক্যাটাগরিতে(পুলিশ সুপার, সার্কেল অফিসার, সাব ইন্সপেক্টর ও অস্ত্র/বিস্ফোরক উদ্ধারকারী অফিসার ) শ্রেষ্ঠত্ব অর্জন করে। পুলিশ সুপার গাজীপুরের পাশাপাশি ফারজানা ইয়াছমিন,অতিরিক্ত পুলিশ সুপার
কালীগঞ্জ সার্কেল, গাজীপুর ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও মোঃ সাইফুল আলম,এস আই(নি:) মৌচাক পুলিশ ফাঁড়ি, কালিয়াকৈর থানা, গাজীপুর ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর ও অস্ত্র/বিস্ফোরক উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হয়ে ডিআইজি ঢাকা রেঞ্জের  নিকট থেকে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন