স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা বিএমএ’র সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 721 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সায়েন্টিফিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ১২ডিসেম্বর) রাত ৭টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সাতক্ষীরা’র আয়োজনে বি.এম.এ’র সভাপতি ডা. এ কে এম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বি. এম. এ’র সাংগঠনিক সম্পাদক ডা. মো. রাশিদুজ্জামান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শায়াফাত, স্বাচিপ’র সভাপতি ডা. এস এম মোখলেছুর রহমান, বিএমএ’র সিনিয়র সহ-সভাপতি ( সাবেক সিভিল সার্জন)  ডা. মো. এবাদুল্লাহ, বি.এম.এ’র সাতক্ষীরার জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন, সহযোগি অধ্যাপক ডা. শংকর প্রসাদ বিশ্বাস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মানস কুমার মন্ডল, মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. সুমন কুমার দাস, সাতক্ষীরা সদর হাসপাতালে আর.এ .ও ডা. শেখ ফয়সাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ডা. সুতপা চ্যাটার্জী ও বি এম এ’র সাতক্ষীরার কোষাধ্যক্ষ ডা. জয়ন্ত সরকার।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন