অসাম্প্রদায়িক ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে : এডিশনাল এসপি মীর আসাদুজ্জামান

দ্বারা zime
০ মন্তব্য 146 দর্শন

 

বিট পুলিশিং বাড়ি বাড়ি ,নিরাপদ সমাজ গড়ি’ এই শ্লোগান কে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে সদর থানা পুলিশের আয়োজনে ৪ নং বিটে উঠান বৈঠাক অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল বিকাল সাড়ে ৪ টায় বাঁশদহা ইউনিয়ন পরিষদ চত্বরে সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান।

প্রধান অতিথি তাঁর ব্যক্তব্য বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে হিন্দু মুসলমান ভাই-ভাই। আমরা একে অন্যের ধর্মকে সন্মান করি।তাই অসাম্প্রদায়িক ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।তিনি বলেন, সাতক্ষীরা জেলার মানুষ শান্তি প্রিয়। এখানে নাশকতাকারী, মাদক -সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন ঠাই নেই। তিনি বলেন, সাতক্ষীরা জেলা পুলিশের অবিভাবক সুপার কাজী মনিরুজ্জামান স্যারের নির্দেশনা মোতাবেক আমরা নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছি।সদর সার্কেল বলেন,আগের পুলিশ আর এখন কার পুলিশ এক নয়।পুলিশ এখন জনগণের বন্ধু। মানুষ বিপদে পড়ে প্রথম থানায় যায়।সেজন্য আমরা থানাকে সেবা কেন্দ্র হিসাবে গড়ে তুলতে নিরালস ভাবে কাজ করছি।

তিনি উপস্থিত জনগণের উদ্যেশ্যে বলেন, আপনার এলাকায় মাদক ব্যবসায়ী থাকলে আপনার এলাকার বিট পুলিশ কে তথ্য দিন, পুলিশ তথ্য দাতার পরিজয় গোপন রাখবে।আপনি বিপদে পড়লে আপনার এলাকার বিট অফিসার কে ফোন দিন। দেখবেন বিট অফিসার আপনার কাঙ্খিত সেবা নিশ্চিত করবে।তিনি আরো বলেন, এখন থানায় গেলে জিডি /মামলা করতে টাকা লাগেনা।পুলিশ কে আপন ভেভে সহযোগীতা করুন, আমি কথা দিচ্ছি সাতক্ষীরা সদর উপজেলা হবে জেলার মধ্যে রোল মডেল।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষী জেলা জজ কোর্টের পিপি এড. আলহাজ্ব আব্দুল লতিফ, বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য খোরশেদ আলম রিপন,প্রভাষক আমিনুল হাসান রাসেল,ইউপি সদস্য আহসানউদ্দীন এবং অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়ন আ,লীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সবুজ,প্রভাষক অহিদুজ্জামান লাভলু সহ স্থনীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন