
বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ ও অসহায় মানুষদের সাথে ইফতার করে মানবতায় দৃষ্টান্ত স্থাপন করলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও পুলিশ সুপার পত্নী ডা: রোকেয়া আখতার।
বুধবার বিকালে পুলিশ সুপার শহরের মেহেদীবাগ প্রবীণ আবাসন কেন্দ্রে (বৃদ্ধাশ্রম)এ যান বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ ও অসহায় মানুষদের জন্য ইফতার সামগ্রী নিয়ে।পরে বৃদ্ধাশ্রমে থাকা অসহায় বৃদ্ধ দের সাথে ইফতার করেন পুলিশ সুপার ও তাঁর পত্নী।
ইফতার শেষে পুলিশ সুপার অনুভুতি প্রকাশ করে বলেন বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ ও অসহায় মানুষদের সাথে ইফতার করা, তাদের একাকীত্ব এবং কষ্ট লাঘব করার একটি সুন্দর উপায় হতে পারে।তিনি বলেন, তারা অনেক সময় পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন এবং সমাজ থেকে অবহেলিত। তাই তাদের সাথে কিছু সময় কাটানো বা ইফতার করার মাধ্যমে ভালোবাসার অনুভূতি জাগ্রত হয়।পুলিশ সুপারের এমন মানবিকতা দেখে বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ ও অসহায় মানুষ গুলো পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।