শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 178 দর্শন

 

সাতক্ষীরায় আসন্ন শারদীয়া দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত  পুলিশ সুপার প্রশাসন ও অর্থ  মোঃ সজীব খান, অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজা রশিদ অতিঃ জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, বিজিবি সহকারি পরিচালক মাসুদ রানা, র‌্যাব ৬ সাতক্ষীরা কমান্ডার মেজর জে এম গালিব হোসাইন খান, জেলা মন্দির সমিতির সভাপতি এড সোমনাথ ব্যানার্জি, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টীয় ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাঃ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল বাছেদ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, পাটকেলঘাটা পল­ী বিদ্যুতের জিএম মোঃ জিয়াউর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাঃ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, কাটিয়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্ত, পৌর সংরক্ষিত কাউন্সিলর অনিমা রানী মন্ডল, জেলা লীগের নেতা ডাঃ সুব্রত ঘোষ প্রমুখ।

সভাপতির সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গা উৎসব পালন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জেলার সকল পূজা মন্ডপ নিরাপত্তার চাদরের মোড়ানো থাকবে। সকল মন্ডপের নিরাপত্তা ও নজরদারির জোরদার করতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। মন্ডপগুলিতে পুলিশ র‌্যাব আনসার সহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকবে। নিয়মিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট পূজা এলাকা নজরদারিতে রাখবে। মন্ডপের পরিবেশ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হবে। এবার জেলায় ৫৯৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতক্ষীরা সদরে ১০৭, আশাশুনি ১০৮, কলারোয়া ৪৬, তালা ও পাটকেলঘাটা ১৯৬, দেবহাটা ২১, কালিগঞ্জ ৫২, শ্যামনগরে ৬৯টি পূজা মন্ডপ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন