
মোস্তাফিজুর রহমান: শিশু ইয়াসমিন ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে সাতক্ষীরা থানা পুলিশ।রবিবার দুপুরে তাকে সদর থানা পুলিশ আটক করে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক জানান
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এঁর দিকনির্দেশনায় সাতক্ষীরা থানার এসআই (নিঃ) সাকিল জোয়ার্দ্দার সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে শিশু ইয়াসমিন (৬) ধর্ষন মামলার আসামী আসামী সদরের ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের আনারউদ্দিন সরদারের ছেলে আব্দুল্লাহ ২২ কে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় হতে ২ ফেব্রুয়ারি রবিবার দুপুর তিনটার দিকে আটক করা হয়।যাহার মামলা নং -৪৪, তারিখ- ২৭ জানুয়ারী, ২০২৫; জি আর নং-৪৪।
সদর থানার ওসি জানান, আসামীকে থানা হেফাজতে রাখা হয়েছে আগামীকাল তাকে বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।
প্রাসংঙ্গত: গত ২৬ জানুয়ারি রবিবার বেলা ১২ টার দিকে স্কুল থেকে বাড়ী আসার পর ভাত খেয়ে পার্শবর্তী বাড়ীর (আসামীর) উঠানে যায় শিশু। তখন আসামীর বাড়ীতে কেউ না থাকার সুযোগে আব্দুল্লাহ প্রথম শ্রেনীতে পড়ুয়া ইয়াসমিনকে ফুসলিয়ে ঘরের মধ্যে নিয়ে হাত পা বেধে মুখ চেপে ধর্ষন করে। এহ ঘটনার পরদিন মেয়ের পিতা হাবিবুল্লাহ বাদি হয়ে ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) মামলা দায়ের করেন।