শ্যামনগর থানায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 39 দর্শন

 

শ্যামনগর থানায় বিট পুলিশিং সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।আজ  ০৫ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে শ্যামনগর থানার আয়োজনে নকিপুর এইচ,সি, পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিট পুলিশিং সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এসময় প্রধান অতিথি বিভিন্ন বাস্তব ঘটনা/অভিজ্ঞতা উল্লেখ করে বিট পুলিশিং এর লক্ষ্য, উদ্দেশ্য, সফলতা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা ও অনুপ্রেরনামূলক বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও সাতক্ষীরা জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন চ্যালেঞ্জ এবং করণীয় বর্জনীয়সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন।

উক্ত সমাবেশে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃসজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), মোঃআমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), মোঃহুমায়ুন কবির মোল্যা,অফিসার ইনচার্জ, শ্যামনগর থানা,শ্যামনগর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের সমাজের নেতৃবৃন্দ,শ্যামনগর থানার অফিসার/ফোর্স, থানার সকল বিট অফিসার, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ এবং স্থানীয় জনগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন