
সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকল পেশার মানুষের সাথে ঈদ-উল-আযহা এর নামাজ আদায় করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
শনিবার ০৭ জুন ২০২৫ খ্রি: তারিখে সকাল ০৮:০০ ঘটিকার সময় সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকল পেশার মানুষের সাথে ঈদ-উল ফিতর-২০২৫ এর নামাজ আদায় করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সহ বিভিন্ন সরকারী কর্মকর্তাগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
মোনাজাতের সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
এসময় পুলিশ সুপার পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে ঈদ মোবারক জানান এবং নামাজ শেষে উপস্থিত সকল পেশার মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কুশল বিনিময় করেন এবং সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সংস্কারের কাজের শুভ উদ্বোধন করেন।