সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল উইন কোরেক্স সহ আটক-০১

দ্বারা zime
০ মন্তব্য 207 দর্শন

 

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ভোমরা সীমান্ত থেকে ফেনন্সিডিলের বিকল্প ভয়ংকর মাদক ৫০ বোতল উইনস্ কোরেক্স সহ এক যুবক কে আটক করেছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে নটারদিকে সদরের ভোমরা সীমান্তের শাখরা গুচ্ছ গ্রামের মোড়ে এআটকের ঘটনা ঘটে।
আটককৃত যুবকের নাম মোঃ রাসেল হোসেন (২৪)। সে পার্শ্ববর্তী হাড়দ্দাহ দক্ষিণপাড়া এলাকার মোঃ আইয়ুব হোসেন গাজী’র ছেলে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্লা জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এঁর দিকনির্দেশনায় গোয়েন্দা পুলিশের সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ভোমরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে চোরাপথে আসা ফেনন্সিডিলের বিকল্প মাদক ৫০ বোতল উইনস্ রেক্স (WINCEREX Cough Syrup) সহ এক চোরাকারবারিকে আটক করে।ওসি ডিবি আরো জানান,আটককৃত আসামীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা রুজু পূর্বক আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন