সাতক্ষীরায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 96 দর্শন

 

সাতক্ষীরায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিঃ সচিব মোঃ মুহিবুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ সজিবুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউল্লাহ আল হাদী, মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম, পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ.কে.এম. শফিউল আযম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিঃ জেলা প্রাশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন