
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসাবে পদায়িত হয়েছেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত এসপি সজীব খান।গত ১৩ জানুয়ারি ২০২৫ খ্রীষ্টাব্দ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দুটি প্রজ্ঞাপনে সুপার নিউমারারি পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ৫০ জন কর্মকর্তাকে পুলিশ সুপার পদমর্যাদার বিভিন্ন পদে পদায়ন করা হয়। একটি প্রজ্ঞাপনে ৩১ জন এবং অন্য একটি প্রজ্ঞাপনে ১৯ জনকে বদলির তথ্য জানানো হয়। তাঁরা এসপি হিসেবে পদোন্নতি পেলেও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার পদে কর্মরত ছিলেন।
২৮ তম ব্যাচের মোঃ সজীব খান যশোর জেলার কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী বড়েঙ্গা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন।তিনি সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে প্রথম বিভাগ প্রাপ্ত হয়ে এসএসসি (বিজ্ঞান বিভাগ) ও ২০০০ সালে ক্যান্টনমেন্ট কলেজ, যশোর থেকে প্রথম বিভাগে এইচএসসি (বিজ্ঞান বিভাগ) পাস করেন।
পরে তিনি ২০০৫ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে অনার্সে প্রথম শ্রেনী প্রাপ্ত হন ও ২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুলিশ সাইন্স বিষয়ে প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হন।২৮ তম বিসিএস এর মাধ্যমে তিনি ২০১০ সালের ১ লা ডিসেম্বর সহকারী পুলিশ হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
খোজ নিয়ে জানা যায়, রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় এক বছর মৌলিক প্রশিক্ষণ গ্রহণ কালে ১৮৫ জন শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার মধ্যে তিনি সকল বিষয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে ৯ম স্থান অধিকার পূর্বক তৎকালীন আইজিপি জনাব হাসান মাহামুদ খন্দকার পিপিএম,বিপিএম এর নিকট থেকে সন্মাননা স্মারক ও সনদ পত্র লাভ করেন।এক বছর পুলিশ একাডেমী সারদাতে প্রশিক্ষণ শেষে পিরোজপুর জেলা পুলিশে শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।
বর্ণাঢ্য চাকুরী জীবনে মোঃ সজীব খান ২০১২ সালে সহকারী পুলিশ সুপার পদে নবগঠিত এসপিবিএন এ যোগদান করেন। নবগঠিত এসপিবিএন এর জন্য প্রস্তাবিত ইউনিফর্মটি পরিধানের জন্য তিনি মনোনিত হন যেটি অত্যন্ত গৌরবের।২০১৩ সালের জানুয়ারি মাসে সহকারী পুলিশ সুপার (সদর) হিসাবে তিনি খুলনা জেলা পুলিশে যোগদান করেন।অতপর একই বছর তিনি বাংলাদেশ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার (বিপিএটিসি) তে ৫৪ তম বুনিয়াদী প্রশিক্ষণে অংশ গ্রহণ পূর্বক ১৬ টি ক্যাডারের ১৭৭ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ২য় স্থান অধিকারের দূর্লভ গৌরব অর্জন করেন এবং পুরুস্কার স্বরুপ তিনি শ্রীলংকার রাজধানী কলম্বোতে অবস্থিত SLIDA তে দুই সপ্তাহের প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন ।
অতঃপর তিনি সহকারী পুলিশ কমিশনার হিসাবে কেএমপি খুলনাতে সুনাম ও দক্ষতার সহিত চাকুরী করেছেন। এর ই ধারাবাহিতায় তিনি ২০১৫ সালে ইন্ডিয়ার গুজরাটে অবস্থিত ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি তে দুই সপ্তাহ মেয়াদী প্রশিক্ষণে অ্ংশ গ্রহণ করেন। তিনি ২০১৬ সালে সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসাবে খুলনা রেঞ্জ অফিসে যোগদান করেন এবং এবং একই বছর নভেম্বর মাসে এডিশনাল এসপি পদে পদোন্নতি পান।
পরে সজীব খান অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে খুলনা জেলার বি সার্কেলে দীর্ঘ ৪ বছর সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। পরে তিনি কুমিল্লা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হিসাবে দায়িত্ব পালনের পর ২০২১ সালের ৪ এপ্রিল তিনি সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসাবে যোগদান করেন।সাতক্ষীরা জেলায় চাকুরি করাকালীন সময়ে গতবছর ৭ নভেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ তারিখে তিনি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হন।সাতক্ষীরা জেলার ইতিহাসে ৩ বছর ৯ মাস সর্বোচ্চ সময়কাল সফলতার সহিত তিনি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসাবে পেশাগত দায়িত্ব পালন করলেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। মানবিক ও জনবান্ধব দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত মোঃ সজীব খান প্রতিনিয়ত সাতক্ষীরা জেলার সার্বিক আইন-শৃংখলা নিয়ন্ত্রণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।আগামী সপ্তাহে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি হিসাবে যোগদান করবেন বলে জানা গেছে।তিনি সকলের দোয়া প্রার্থী।