২০০ টাকা হবে লবণের কেজি’ এমন গুজাবে সাভারে বাজারে লবণ কেনার হিড়িক পড়েছে। ক্রেতারা ৫ কেজি থেকে ২০ কেজি পর্যন্ত লবণ কিনে ভ্যান গাড়ীতে করে নিয়ে যাচ্ছে। বাজারের প্রায় অর্ধশতাধিক পাইকারি ও খুচরা দোকানে লাইন দিয়ে খুচরা বিক্রেতা ও ক্রেতাদের লবণ কিনতে দেখা গেছে। তবে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ে নেমেছে।
সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার সাভারে লবণের কেজি ২০০ টাকা হবে এমন গুজব ছড়িয়ে পড়ে। এ কারণে মঙ্গলবার সাভারের বিভিন্ন এলাকায় দুপুর থেকে বাজারে লবণের ডিলার, পাইকারি বিক্রেতা ও খচরা বিক্রেতাদের দোকানে লবণ কেনার জন্য ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন। খবর পেয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজুর রহমান ও সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজ আহম্মেদ দাম নিয়ন্ত্রণে রাখার জন্য মাঠে নামেন। হঠাৎ করে এভাবে লবণ কেনার কারণে অনেক ডিলার বা পাইকারি ব্যবসায়ীরা বলেন, কিছু অসাধু ব্যক্তি গুজব ছড়িয়ে এধরনের ঘটনা ঘটিয়েছে।
অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে কয়েক ব্যবসায়ীকে জরিমানা করেন ও ১ জনকে এক মাসের কারাদন্ড দেন সহকারী কমিশনার (ভূমি) মাহফুজ আহম্মেদ। এছাড়া সাভার নামাবাজার এলাকায় অতিরিক্ত মূল্যে লবণ ব্রিক্রি না করতে সাভার মডেল থানা পুলিশের (ওসি) অপারেশন জাকারিয়া মাইকিং করেন। এসময় ব্যবসায়ীরা জানায়, আমরা পূর্বের দামেই লবণ বিক্রি করব।