সিটিজেন জার্নালিস্ট,সাতক্ষীরাঃ
ইজাজুল ইসলাম(রাজু), সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলা বিভাগে ভর্তির সুযোগ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ২৪.কম এ হঠাৎ নজরে পড়ে ‘অর্থাভাবে কি ঢাবিতে ভর্তি হতে পারবেন না রাজু’?
খোঁজ-খবর নিয়ে জানা যায় রাজু খুব গরীব ঘরের সন্তান। বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং মা গৃহিণী। যশোরের কেশবপুরের সন্তান কিন্তু থাকে খুলনার মৌলভীপাড়ার একটি মেসে। রাজুকে জেলা প্রশাসকের সাথে দেখা করতে বলা হয় এবং এসে সে জীবনের গল্প বলে। শুনা হয় রাজুর সংগ্রাম গাঁথা জীবন কাহিনী।
কিভাবে সে পড়াশুনার জন্য অর্থ যুগিয়েছে। কতটা কষ্ট করে শ্রমের বিনিময়ে পরিশোধের শর্তে টাকা ধার করে সে ভর্তি পরীক্ষার জন্য ঢাকাতে যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নিজের যোগ্যতার পরিচয় দিয়ে বাংলা বিষয়ে ভর্তির যোগ্যতা অর্জন করে।
সব শুনে রাজুর অদম্য চলার পথে সহযোগিতার জন্য জেলা প্রশাসক হাত বাড়িয়ে দেন। দায়িত্ব নেন রাজুর ভর্তি হওয়ার সকল ব্যয়ভার বহনের। আজ জেলা প্রশাসক রাজুর হাতে ভর্তি হওয়ার জন্য নগদ অর্থ তুলে দেন। সাথে হাতে তুলে দেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্নজীবনী’।
জেলা প্রশাসন, খুলনার পক্ষ থেকে রাজুকে অনেক অনেক অভিনন্দন জানানো হয়। নিশ্চয় রাজুর হাত ধরে একদিন মাতৃভাষা বাংলার শুদ্ধ চর্চা হবে। রচিত হবে আরকটি চর্যাপদ কিংবা গীতাঞ্জলী। রাজু একদিন হবে আলো হাতে আঁধারের যাত্রী,এটাই আমাদের শুভ কামনা মেধাবী ছাত্র রাজুর প্রতি।