★★★★
সিটিজেন জার্নালিষ্ট(জিমি):
জমকালো আয়োজনে ও বর্ণীল সাজে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা বেলুন-ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৮ পালিত হয়েছে।
১৭-ই মার্চ শনিবার সকালে সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এর আয়োজনে জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতিম শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিনের কেক কাটলেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য ও জেলা আ'লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, যে মানুষটির জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না। সেই মহান নেতার আজ জন্মদিন। তাই এই দিনটিকে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়েছে। তার এ ঋণ বাঙালী জাতি কোনদিন শোধ করতে পারবেনা। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালবাসতেন। এতিম শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা তার আত্ম জীবনী পড়বে এবং তার দেশ প্রেম, আত্মত্যাগ ও স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিন, জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাক্কির আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত পারভেজ, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ সরদার, সহকারি পরিচালক হারুন অর রশিদ, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শ্রমিক লীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, যৃগ্ম সম্পাদিকা লায়লা পারভীন সেঁজুতি, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা পরিষদের সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা রুবি, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাহানা মহিদ, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, সরকারি শিশু পরিবার (বালক) এর উপ-তত্বাবধায়ক মানবেন্দ্র মানব ও সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান প্রমুখ।