সম্মানিত জেলাবাসী
আপনারা সকলেই অবগত আছেন ভারতের করোনা পরিস্থিতি বর্তমান কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। ভারত থেকে প্রত্যাগত ৩০০ জন বাংলাদেশী নাগরিক এ মুহূর্তে সাতক্ষীরা শহরের কয়েকটি হোটেলে এবং নলতা আহসানিয়া মিশনে ১৪ দিনের কোয়ারান্টাইনে রয়েছেন। কেউ কেউ তাদের জন্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। কেউ কেউ সরকার এবং প্রশাসন এর দায়িত্ব সম্পর্কে ও কথা বলছেন। আপনারা জানেন প্রত্যাগতরা প্রত্যেকই দেশে ফেরার অনুমতি নেয়ার সময় অঙ্গীকার করে এসেছে নিজ খরচে সরকার নির্ধারিত স্থানে কোয়ারান্টাইন করবেন। জেলা প্রশাসন সকল বিষয়ে খোঁজ খবর রাখছে। এ মুহূর্তে কারো দায়িত্বহীন কথাবার্তা এবং কাজকর্ম জনসাধারণের মাঝে সরকার ও প্রশাসন সম্পর্কে ভুল তথ্য দিতে পারে। এ সকল প্রত্যাগতদের মাঝে যশোরে ৬ জন ভারতীয় ভ্যারিয়েন্ট করোনা রোগী সনাক্ত হয়েছে। সাতক্ষীরা জেলা ও এ প্রত্যাগতদের কারণে ঝুঁকির মধ্যে পড়েছে। অহেতুক আবেগপ্রবণ না হয়ে বাস্তব সম্মত এবং দায়িত্বশীল আচরণ করুন। জেলা এবং দেশের স্বার্থে যা প্রয়োজন জেলা প্রশাসন সকল বিভাগকে সমন্বিত করে তদানুযায়ী সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।
জেলা প্রশাসন কোয়ারান্টাইন চলাকালে জেলার সকল নাগরিকরের সহযোগিতা প্রত্যাশা করে।
এসএম মোস্তফা কামাল
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, সাতক্ষীরা।
- প্রেস নোট।