বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এর নির্দেশে বিদেশ থেকে আসা সকল যাত্রীদের হাতে অমোচনীয় কালীতে 'PROUD TO PROTECT BANGLADESH
HOME QUARANTINED UNTIL.... ' লেখা সিল দেওয়া হচ্ছে।
গত ১৯ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় বিদেশ ফেরত যাত্রীদের হাতে এ ধরনের সিল দেয়ার জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন আইজিপি। মূলত বিদেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকার সময় উল্লেখ করে ওই সিলটি দেওয়া হচ্ছে। এতে করে বিদেশ ফেরত ব্যক্তিদের সনাক্তকরণ ও তাদের কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি দেখভাল করা সহজ হবে।
এরপর গত ২০ মার্চ ২০২০ খ্রিঃ শুক্রবার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সকল বিমান বন্দর, স্থল ও নৌ বন্দরে বিদেশ ফেরত যাত্রীদের হাতে এ সিলটি দেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি কোয়ারেন্টাইনের শর্ত অমান্য করে বাইরে বের হলে সিল দেখে পুলিশ, সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ এমনকি সাধারণ জনগণ তাকে সনাক্ত করতে পারবেন।