আবু বকর: সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন দেশে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার কারনে আমেরিকা, ইউরোপ সহ বহুদেশ উন্নয়নের শীর্ষে রয়েছে।
বাংলাদেশ সরকার তেমন একটি রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে লিগ্যাল এইডের মাধ্যমে আইনী সেবা প্রদান করে যাচ্ছে। লিগ্যাল এইড অফিসার জেলার তথ্য প্রদানের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান কিন্তু অর্থনৈতিক অভাবে আইনি সেবা থেকে অনেকে বঞ্চিত হয়। গতকাল বিকালে শহরের অদূরে আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে মানবাধিকার বাংলাদেশ ও জাতি গঠন বিষয়ে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। আলিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে তিনি আরো বলেন নাগরিকের অধিকার রক্ষার জন্য লিগ্যাল এইড মহতি উদ্যোগ গ্রহণ করেছে। এখানে শুধু মামলার ব্যায় বহন করা হয়না বাদী বিবাদী উভয়ের মামলা আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। লিগ্যাল এইডের এই কর্মকান্ডের তথ্য সারা জেলায় ছড়িয়ে দিতে হবে। সুন্দর ও সুষ্ট ধারায় বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারলেই বিচারকের উপর অর্পিত দায়িত্ব পূর্ণ হয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে লিগ্যাল এইড বিনামুল্যে আইনী সেবা প্রদান করে যাচ্ছে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাইদ, জেলা লিগ্যাল এইড অফিসার সালমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাউদ্দীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলম, পিপি এড. তপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এড. শাহনাজ পারভিন মিলি, আলিপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি ডাঃ মহিউর রহমান, আলিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সভাপতি আকবার আলী, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক কামাল হোসেন, এসময় অত্র স্কুলের শিক্ষার্থী সহ এলাকায় সকল বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের মনিরুজ্জামান উল্লেখ্য অনুষ্ঠানে জারি শিল্পী মোঃ আক্তার হোসেন বয়াতী বিভিন্ন গান পরিবেশন করেন।