মাহফিজুল ইসলাম আককাজ :: বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকালে সদরের আগরদাঁড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের শহিদুল ইসলামের বাড়ির উঠানে বাবুলিয়া বাজার কমিটির সভাপতি মো. শওকাত আলীর সভাপতিত্বে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সারা দেশে চলমান উন্নয়ন প্রকল্প গুলো সমাপ্ত এবং তরুণ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে বাংলাদেশ আওয়ামী লীগকে আরও একটি বার ক্ষমতায় আনার জন্য নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানালেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা পদ্মাসেতুসহ যে মেগা প্রজেক্ট গুলো হাতে নিয়েছেন এবং তরুণ প্রজন্মের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন সেগুলো সঠিকভাবে পূরণে; আর একটাবার বাংলাদেশ আওয়ামীলীগকে সুযোগ দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান। দেশের উন্নয়ন ও শান্তির জন্য নৌকা মার্কায় ভোট দিতে হবে।
জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চান। বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য সুদূরপ্রসারী ডেল্টাপ্ল্যান তৈরী করেছেন। আগামী ১০০ বছরে বাংলাদেশে কি হবে, কেমন হবে? সে পরিকল্পনাও তৈরী করেছেন জননেত্রী শেখ হাসিনা।
লক্ষ্য ছাড়া কোন জাতি সামনে এগিয়ে যেতে পারে না। অর্থনৈতিক উন্নতি প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে গেছে। তারা এখন অনেক উন্নত জীবনের স্বপ্ন দেখছেঅ গ্রামে বসবাসকারী মানুষের এখন আগের তুলনায় অনেক বেশি কর্মক্ষেত্র সৃষ্টি করেছে আওয়ামীলীগ সরকার। গ্রামের মানুষের জীবনের অনেক পরিবর্তন করতে হয়েছে।
তারা এখন কাজ করতে পারছে, কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আজ ডিজিটাল বাংলাদেশ বাস্তবে রুপ দিয়ে দেখিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। আমারা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছি। সমগ্র দেশের ৯০ শতাংশ জায়গায় ব্রডব্যান্ড পৌঁছে গেছে। দেশে প্রায় ১৫কোটি মোবাইল সিম ব্যবহৃত হচ্ছে। সারা বিশ্বে কোথাও এ নজির নেই।
ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন জননেত্রী শেখ হাসিনা তা করে দেখিয়েছেন। বাংলাদেশের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তা সামনে অব্যাহত থাকবে। বাংলাদেশে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে, তা ধরে রাখতে জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দেবে। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, যতক্ষণ তিনি বেঁচে থাকবেন ততক্ষণ এই দেশের মানুষের জন্য কাজ করে যাবেন।
এদেশের মানুষকে যেন একটি সুন্দর জীবন পায়, যেই স্বপ্নটা জাতির জনক বঙ্গবন্ধু দেখেছিলেন; সেটা তিনি নিশ্চিত করে যেতে চান। এই বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। পিতার ভাষায় তিনি বলেছেন, বাংলাদেশকে কেউ আর দাবায়ে রাখতে পারবে না।
এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন।’
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ইউছুফ আলম, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, বাঁশদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
মাস্টার মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কাজী এনামুল হক, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম ও শিক্ষক কামাল হোসেন প্রমুখ।
এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাবুলিয়া বাজার কমিটির সভাপতি মো. শওকাত আলী।