আগামী ১৯ শে মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ৬ দিন ব্যাপি বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা শুরু হচ্ছে । শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল ও ঢাকা কাবাডি স্টেডিয়ামে ছয়দিন ব্যাপী আন্তর্জাতিক এই টুর্নামেন্ট চলবে ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত। জাতির জনকের নামে টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
আজ ১৪ মার্চ ২০২২ তারিখ শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল ও ঢাকা কাবাডি স্টেডিয়ামে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা-২০২২ এর বাংলাদেশ দলের জার্সি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
জার্সি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক জনাব চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম(বার), পিপিএম, বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি মো: হাবিবুর বিপিএম-বার পিপিএম বার, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, কাবাডি ফেডারেশন এর সহ-সাধারন সম্পাদক জনাব নেওয়াজ সোহাগ সহ অলিম্পিক এসোসিয়েশন ও কাবাডি ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ ।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো: হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) টুর্নামেন্ট প্রসঙ্গে বলেন, ‘গত বছর মার্চ-এপ্রিলে করোনা দুঃসময়ে সরকারের সংশ্লিষ্ট দফতরের নির্দেশনা মেনে আফ্রিকা, ইউরোপ ও এশিয়া এই তিন মহাদেশের পাঁচটি দেশকে নিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির প্রথম আসর আয়োজন করেছিলাম। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জাতির পিতার নামে টুর্নামেন্টটি এবার আরও ভালোভাবে আয়োজনের সুযোগ ও তাড়না রয়েছে আমাদের। তাই পরিকল্পিতভাবে দ্বিতীয় আসর জমজমাটভাবে আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাছাড়া, টুর্নামেন্টে খেলতে ১৫টি দেশকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা। ইতিবাচক সাড়াও পেয়েছি, সেখান থেকে আটটি দলকে নিয়ে করছি এবারের টুর্নামেন্ট। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে ইউরোপের ইংল্যান্ড, আফ্রিকার কেনিয়া, এশিয়ার শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ইরাক।
উল্লেখ্য, আগামী ১৬ ও ১৭ মার্চ বিদেশি দলগুলো ঢাকায় আসবে।