আন্তর্জাতিক দূর্ণীতিবিরোধী দিবস ২০২১ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: অফিস র্যালি - মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে। বৃহম্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: কার্যালের সামনে থেকে বর্ণাঢ্য একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আবার সদর স্বাস্থ্য অফিসে ফিরে আসে।
র্যালিটি চলমান অবস্থায় কয়েকটি মোড়ে দাড়িযে মানববন্ধন করে। পরে সদর স্বাস্থ্য ও প:প:অফিসের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করে স্বাস্থ্য অফিস। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও প:প:অফিসার ডা:মো: মাহাবুবুর রহমান। সভায় এসময় উপস্থিত ছিলেন সেনিটারি ইন্সপেক্টর সদর আবুল কাশেম, এমটি ইপিআই সদর শেখ মহিবুর রহমান, সিএইসসিপি নাবিদ ওয়াহিদ সহ সকল ইউনিয়নের। সিএইসিপি গণ উপস্থিত ছিলেন।