মাহফিজুল ইসলাম আককাজ ঃ ‘মানাবধিকার প্রতিষ্ঠায়-প্রবীণদের স্মরন ও শ্রদ্ধায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, প্রবীণ হিতৈষী সংঘ ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সাতক্ষীরা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। সাতক্ষীরা সরকারি কলেজের প্রক্তণ অধ্যক্ষ শেখ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা উপ-পরিচালক দেবাশিস সরদার, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ, প্রবীণ হিতৈষী সংঘের যুগ্ম সম্পাদক আব্দুর রব ওয়ার্ছি, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী, জেলা সমাজসেবা অধিদফতরের রেজিঃ অফিসার মো. মিজানুর রহমান, প্রবীণ হিতৈষী সংঘের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী ও আরা ও প্রবীণ আবাসন কেন্দ্র (বৃদ্ধাশ্রম)’র নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে বৃদ্ধ পিতা-মাতার সেবায় বিশেষ অবদানের জন্য সফি উদ্দিন ও শেফালী পারভীনকে মমতাময় ও মমতাময়ী পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রবীণ হিতৈষী সংঘের সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন।