সাতক্ষীরা সদর উপজেলাধীন আলীপুর মৌজার ভিপি 'ক' তালিকাভুক্ত ২.০০ একর জমি অবৈধ দখলমুক্ত করে সরকারি নিয়ন্ত্রনে এনেছেন সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব রনি আলম নূর।সূত্র জনায়, সোমবার ০১ জুলাই ২০১৯ তারিখ জেলা প্রশাসক ও জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা জনাব এস এম মোস্তফা কামাল এর নির্দেশক্রমে ও সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর তত্বাবধানে সাতক্ষীরা সদর উপজেলার সহকারি কমিশনার জনাব রনি আলম নূরের নেতৃত্বে সাতক্ষীরা সদর উপজেলাধীন আলীপুর মৌজার ভিপি 'ক' তালিকাভুক্ত ২.০০ একর জমি অবৈধ দখলমুক্ত করে সরকারি নিয়ন্ত্রনে আনেন এবং উক্ত জমিতে বিজ্ঞপ্তি টানিয়ে দেন সহকারী কমিশনার(ভূমি) জনাব রনি আলম নূর।
সূত্র আরো জানায়, সরকারি জমি থেকে অবৈধ দখলমুক্তকরনের জন্য জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ নির্দেশনা প্রদান করেছেন।