প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০১৮, ২:১৪ পূর্বাহ্ণ
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আশাশুনিতে নাশকতা এড়াতে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত।।
আপডেট ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আশাশুনি থানা পুলিশের নাশকতা বিরোধী বিশেষ মোহড়া অনুষ্ঠিত হয়েছে।থানা পুলিশের বিশেষ সূত্র জানায়,শনিবার বিকালে জেলা পুলিশ সুপার জনাব মো: সাজ্জাদুর রহমানের নির্দেশনা মোতাবেক সাতক্ষীরার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার জনাব মোহাম্মমদ ইলতুৎ মিশ এঁর নেতৃত্বে আশাশুনি থানা থেকে ৩০-৪০ টি মটর সাইকেল ও পুলিশ পিকআপ গাড়ি সহ একটি নাশকতা বিরোধী মোহড়া র্্যালি বের হয়।আশাশুনি থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথের সার্বিক আয়োজনে মোহড়া র্্যালিটি থানা থেকে যাত্রা করে শ্রিউলা, কালীবাড়ি হয়ে চাপড়া,বুধহাটা এসে শেষ হয়।পরে সেখান থেকে র্্যালিটি পুনরায় আশাশুনি থানার কম্পাউন্ডে এসে সমাপ্ত হয়। মোহড়া র্্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নির্বাচনী ব্রিফিং প্রদান করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্যপদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ।বিশেষ অতিথি হিসাবে মোহড়া র্্যালিতে দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছীন আলী উপস্থিত ছিলেন।নির্বাচনী ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন ডিসেম্বর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বিচন ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে।সে উপলক্ষে প্রত্যেকটি পুলিশ সদস্যকে আরো বেশি সর্তক ও তৎপর হতে হবে।তিনি বলেন নির্বাচন চলাকালীন সময় থেকে ভোটের দিন ও ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে পুলিশ বদ্ধ পরিকর।তিনি বলেন একটা অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ করে দেওয়াটাই পুলিশের প্রথম কাজ।তিনি বলেন উৎসব মুখর পরিবেশে আশাশুনি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।সেখানে মানুষ এসে শান্তিপূর্ন ভাবে নিজ নিজ ভোট প্রদান করবে।সেখানে কোন রকম বিশৃংখলা করার সুযোগ নেই।ভোট কেন্দ্রের চারিপাসে পুলিশের নিরাপর্ত্তার চাঁদর থাকবে।থাকবে বিজিবি,র্্যাব ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট টিম।ভোট কেন্দ্রে কোন কুচক্রী মহল অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করলে পুলিশ তাকে কঠোর হস্তে দমন করবে।তিনি বলেন নির্বাচন চলাকালীন সময়ে বৈধ কাগজপত্র ছাড়া কোন যানবহন রাস্তায় নামানো যাবেনা।মটর সাইকেলে দুই জনের বেশি তিন জন চড়া যাবেনা।চালক ও আরোহী দুই জন কেই হেলমেট পরিধান করতে হবে।তিনি আরো বলেন নির্বাচন চলাকালীন সময়ে কেউ যেন অবৈধ অস্ত্র ও মাদক বহণ করতে না পারে সেদিকে আমাদের পুলিশ সদস্যগণ সব সময় তৎপর থাকবেন।আর বৈধ অস্ত্র ধারীরা যেন বৈধ অস্ত্রের অপব্যবহার না করতে পারে সেজন্য বৈধ অস্ত্রধারীদের কে আমাদের পুলিশ সদস্যগণ তাদের কে নজরদারীতে রাখবেন।সর্বশেষে আশাশুনি এলাকার সকল প্রার্থী ও সমর্থক দের কে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহবান জানান এই পুলিশ কর্মকর্তা।
নাশকতা বিরোধী বিশেষ মোহড়ায় আশাশুনি থানার সাব- ইন্সপেক্টর হাসানুজ্জামান,সাব-ইন্সপেক্টর নুর ইসলাম,সাব -ইন্সপেক্টর ইসমাইল,সাব-ইন্সপেক্টর মজ্ঞুরুল হাসান সহ সহ থানার পরিদর্শক (তদন্ত),পরিদর্শক(অপারেশন্স ),পরিদর্শক (ইন্টেলিজেন্স), থানার সকল এসআই,এএসআই ও নকল স্টার্ফবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 Update Satkhira. All rights reserved.