আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে যৌন পীড়নকারী মাহাবুব সরদার কে আটক করেছে।থানা পুলিশের সূত্র জানায়,সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান, বিপিএম স্যারের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল জনাব শেখ মোঃ ইয়াছিন আলী এবং আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ মামুনুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ আশাশুনি থানার মামলা নং-১৩(০৪)১৯ এর আসামী ও যৌন পীড়নকারী ১. মোঃ মাহাবুব সরদার (৫৫), পিতা- মৃত জালাল সরদার, গ্রাম- সোদকনা, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাকে ইং-১২/০৪/১৯ তারিখ দুপুর ১৩.০৫ ঘটিকায় তার নিজ গ্রাম হইতে গ্রেফতার করা করেন। উল্লেখ্য যে, উক্ত আসামী গত ইং-০২/০৪/১৯ তারিখ বেলা ০৩.০০ ঘটিকায় চম্পাফুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর এক ছাত্রীকে যৌন পীড়ন করে। পরবর্তীতে ভিকটিম এর মা বাদী হয়ে আশাশুনি থানায় এজাহার দায়ের করিলে মামলা রুজু করা হয়। অদ্য আসামীকে গ্রেফতার পূর্বক দুপুর ১৩.৪৫ ঘটিকায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।