রায়হান হোসেন: আশাশুনি থানার চৌকশ পুলিশ সদস্য মো:লুৎফর রহমানের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।থানা পুলিশের বিশ্বস্থ্য সূত্র জানায়, অদ্য ২৯ নভেম্বর ২০১৮ তারিখ রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় আশাশুনি থানার অফিসার ইনচার্জের কক্ষে আশাশুনি থানায় কর্মরত সুদক্ষ পুলিশ সদস্য মোঃ লুৎফর রহমান এর অবসর গ্রহনের উদ্দেশ্যে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব শেখ ইয়াছিন আলী।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জনাব বিপ্লব কুমার নাথ, অফিসার ইনচার্জ, আশাশুনি থানা।বিদায়ী পুলিশ সদস্য লুৎফার রহমানের অতিতের সফলতা মুলক কাজের স্মৃতিচারণ করে আশাশুনি থানার সাব-ইন্সপেক্টর মজ্ঞুরুল হাসান আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,তিনি আশাশুনি থানায় মাত্র ৪/৫ মাস হলো যোগদান করেছেন।কিন্তু এই অল্প সময়ের মধ্য সাব-ইন্সপেক্টর মজ্ঞুরুল কে বিদায়ী পুলিশ সদস্য লুৎফার রহমান খুব আপন করে নিয়েছেন।সাব-ইন্সপেক্ট মজ্ঞুরুল আরো বলেন,পুলিশ কনস্টেবল লুৎফার রহমান খুব দায়িত্ববান ও ঈমানদার পুলিশ ছিলেন।কাজে কর্মেও তিনি খুব দক্ষ ছিলেন।থানার সিনিয়র অফিসারদের কে তিনি সব সময় সন্মান করে কথা বলতেন।এছাড়াও থানার সামনের দোকানদারাও পুলিশ সদস্য লুৎফার রহমানের পিছনে ভাল বলেন।
আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার দেবনাথ তার থানার ফেইজবুক আইডিতে লিখেছেন,চৌকশ পুলিশ সদস্য লুৎফার রহমান প্রায় ৩৯ বছর পুলিশ বাহিনীতে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন।তিনি আরো লিখেছেন, আমরা আশাশুনি থানার সকল পুলিশ সদস্য সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁহার অবসর জীবনের সুখ-সমৃদ্ধি কামনা করি।সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আশাশুনি থানার সাব-ইন্সপেক্টর হাসানুজ্জামান,সাব-ইন্সপেক্টর নুর ইসলাম,সাব -ইন্সপেক্টর ইসমাইল সহ থানার সকল স্টার্ফবৃন্দ।