আসন্ন যিশুখ্রিষ্টের জন্মদিন (শুভ বড়দিন)-২০২৩ উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ বিকাল ৩:০০ ঘটিকায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে আসন্ন যিশুখ্রিষ্টের জন্মদিন (শুভ বড়দিন) ২০২৩ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্তে বিএমপি কর্তৃক যিশুখ্রিষ্টের জন্মদিন (শুভ বড়দিন) উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম।
আসন্ন যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন)-২০২৩ উপলক্ষে মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাননীয় পুলিশ কমিশনার বড়দিন উদযাপনে সর্বাত্মক পুলিশি সহায়তার আশ্বাস প্রদান করে আগত সকলের উদ্দেশ্য বলেন, চার্চে দর্শনার্থীদের সুবিধার্থে আর্মড ব্যান্ড পরে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। চার্চে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা সংক্রান্তে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি উক্ত অনুষ্ঠান চলাকালে বরিশালের সম্মানিত নগরবাসী ও বিভিন্ন পেশার মানুষের সহযোগিতা করার আহ্বান জানান।
এসময় যিশুখ্রিষ্টের জন্মদিন (শুভ বড়দিন) উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পুলিশ কমিশনারের নিকট বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ আব্দুল ওয়ারেস এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম-বার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত,পিপিএম(বার), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন)খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি.এম আশরাফ উল্যাহ তাহের সহ মহানগর চার্চ/গীর্জার কমিটির সভাপতি-সেক্রেটারি ও বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।