মানুষের আস্থা অর্জন করে চলেছেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।এর কারন মানুষকে কথা দিয়ে তিনি কথা রাখেন। যার কারনে জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন ইউএনও দেবাশীষ চৌধুরী।
সম্প্রতি অতি বৃষ্টির কারনে সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষরাজপুর ইউনিয়নের ৮ টি ওয়ার্ডের বাসিন্দারা পানিবদ্ধি হয়ে পড়ে।অচল হয়ে পড়ে তাদের জীবন জীবিকা। রাস্তা-ঘাট, স্কুল-মাদ্রাসা, হাট-বাজার সব কিছুই ছিলো পানির নিচে। বিষয় জানতে পেরে সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ব্রক্ষ্মরাজপুরের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড, স্বাস্থ্য বিভাগ ও সদর উপজেলা প্রশাসন কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসকের দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর উপজেলার বিঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী উক্ত এলাকার পানিবন্ধি গ্রামবাসিদের জলাবদ্ধতা থেকে উদ্ধার করতে নানা উদ্যোগ হাতে নেন। বেশ কিছু দিন আগে ইউএনও দেবাশীষ চৌধুরী ব্রক্ষ্মরাজপুরের ঐ জলাবদ্ধ এলাকায় স্থায়ীভাবে ৪ টি সেলো মেশিন স্থাপন করেন।
ঐ সেলো মেশিনের মাধ্যমে মোটা পাইপের সাহায্যে জলাবদ্ধতা এলাকার পানি টেনে মাছখোলার নদীতে ফেলে দেওয়ার ব্যবস্থা করেন নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।শুধু ৪ টি স্যালো মেশিন স্থাপন করে শেষ নয,দুই একদিন পরপর তিনি ঐ জলাবদ্ধ এলাকায় পরিদর্শনে যান কতদুর পানি কমলো এলাকা থেকে,কারো কোন মাটির তৈরি ঘরবাড়ি পড়ে গেছে কিনা,গ্রামের কারো পানিবাহী রোগ হয়েছে কিনা?কারো ঘরে খাবার - বিশুদ্ধ পানি আছে কিনা? ইত্যাদি বিষয় গুলো মনিটরিং করার জন্য। সর্বশেষ ১৩ অক্টোবর রোজ মঙ্গলবার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী ব্রক্ষ্মরাজপুরের ঐ জলাবদ্ধ এলাকা পরিদর্শন করতে যান।
এসময় তিনি স্যালো মেশিন চালক দের কে পানি দ্রুত গতিতে সরিয়ে ফেলার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।পরিদর্শন কালে ইউএনও দেবাশীষ চৌধুরী বলেন, এ এলাকার জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধান হচ্ছে বেতনা নদী খনন করতে হবে। এসময় ব্রক্ষ্মরাজপুরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ গ্রামের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জলাবদ্ধতা দুর করণে নিরালস ভাবে কাজ করার জন্য এ সময় নির্বাহী অফিসার সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যান ও স্থানীয় এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।