সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান বলেছেন,ইসলাম আমাদের শান্তির ধর্ম, ধর্মের নামে মানুষ কে পুড়িয়ে মারা ইসলাম ধর্মে নেই।যারা ধর্মের দোহাই দিয়ে গাড়িতে পেট্রোল বোমা মেরে মানুষ কে পুড়িয়ে মারে তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারেনা।
শুক্রবার ভোমরা বন্দর জামে মসজিদে জুম্মার নামাজের আগে বয়ানে এসব কথা বলেন সাতক্ষীরা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান। ওসি তার বয়ানে মুসল্লি দের উদ্যেশ্যে আরো বলেন, আপনার ছেলে স্কুল শেষে কোথায় যায়,কার সাথে মেশে, গভীর রাতে বাড়ি ফেরে কিনা এসব বিষয়ে খোজখবর রাখবেন।তিনি বলেন,আপনার ছেলে বাড়ি থেকে নিরুদ্দেশ হলে থানা পুলিশ কে জানান।
জঙ্গীবাদ সম্পর্কে আপনাদের ছেলে কে সচেতন করুন।ইসলাম ধর্ম জঙ্গীবাদ কে কখনো সমার্থন দেয় না।তিনি মুসল্লীদের উদ্দেশ্যে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে জঙ্গি, সন্ত্রাস, মাদক, দুর্নীতি,ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে নাগরিক হিসেবে আমাদের করণীয় শীর্ষক বয়ান প্রদান করেন।
পরে ভোমরা চেকপোস্ট পরিদর্শন শেষে ভোমরা ইউনিয়নের পদ্মা শাখরা কোহিনুর ক্লাব কর্তৃক আয়োজিত নয়া ড্রিংকিং ওয়াটার ২ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট'২০২২ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান।এসময় ভোমরা ইমিগ্রেশনের আইসি মাজরেহা হোসাইন,সাতক্ষীরা থানার এসআই হাসান রহমান,এএসআই আবু সুফিয়ান সহ ইউনিয়ন আ'লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।