ইয়ারব হোসেন: বছর ঘুরে শীতের হাওয়ায় বাঙ্গালী পরিবারে আসে পিঠা পায়েস খাওয়ার ধুম।এটি বাংলার আবহমান লালিত ঐতিহ্য। আমাদের দেশ হচেছ অসাপ্রদায়িক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। এ জন্য সকল ধর্মের মানুষকে এক সাথে কাজ করতে হবে।বুধবার দুপুরে সদর উপজেলার ঝাউডাঙ্গা শ্বশান কমিটির আয়োজনে শ্বশান কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিষ চৌধুরি এ কথা বলেন। শ্বশান কালীমন্দির চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধির ঘোষ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি,ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক ও আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ রানা, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, আওয়ামী লীগ নেতা অমর ঘোষ, শ্বশান কমিটির সাধারন সম্পাদক জয়দেব ঘোষ,সুবির কান্তি ঘোষ, ইউপি সদস্য বিমল ঘোষ, শিক্ষক ও ইউপি সদস্য তারকনাথ পাল, কার্ত্তিক ঘোষ। এর আগে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের শোভাযাত্রা ও প্রসাদ বিতরন করা হয়। ফুল দিয়ে কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।