প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২০, ৪:১৪ অপরাহ্ণ
উৎসবমুখর পরিবেশে শেষ হলো যশোরের সাগরদাঁড়ির সপ্তাহব্যাপী মধুমেলা
বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে যশোরের সাগরদাঁড়ির সপ্তাহব্যাপী মধুমেলা। মেলার শেষ দিন মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মধুমঞ্চে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত মহাকাব্য রচনা করে বাংলা সাহিত্যকে মর্যাদাবান করেছেন। ক্ষণজন্মা পুরুষ হিসেবে তাঁর আর্বিভাব ছিলো বাংলা সাহিত্যে উষর অঙ্গণে দেবদূতের মত। তাঁর মেধা ও মননশীল সৃষ্টি চেতনায় সমৃদ্ধ হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য।
সমাপনী অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোরের ২৫০ শয্যা হাসাপাতালের তত্ত্ববোধায়ক ডা. দিলীপ কুমার রায় ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার, এ্যাড. আবু বক্কর সিদ্দিক, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক রমেশ চন্দ্র মন্ডল, সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত প্রমুখ।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।
অনুষ্ঠান উপস্থাপনা করেন যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর ও যশোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবিব পাভেজ । আলোচনা সভার পূর্বে ও পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Copyright © 2024 Update Satkhira. All rights reserved.