এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নম্বর ১৭.০০.০০০০.০৩৪.৩৬.০১৪.১৮.৮১৪; তারিখ: ১৯ ডিসেম্বর ২০১৮ এবং গণপ্রতিনিধি আদেশ ১০৭২ (আরপিও) এর ৭৮ ধারার বিধান মতে ভোট গ্রহণ অনুষ্ঠানের ৪৮ ঘন্টা পূর্ব থেকে পরবর্তী ৪৮ ঘন্টা পর্যন্ত অর্থাৎ ২৮-১২-২০১৮ তারিখ সকাল ৮টা হতে ০১-০১-২০১৯ তারিখ সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী এলাকাভূক্ত সকল স্থানে জনসভা আহবান অনুষ্ঠান ও তাতে যোগদান সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই আইন অমান্য করা হলে তা দন্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার এসএম মোস্তফা কামাল জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
....প্রেস বিজ্ঞপ্তি।।