বিনম্র শ্রদ্ধা ভরে ভাষা শহিদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ২১শের প্রথম প্রহরে বাংলাদেশ পুলিশ খুলনা জেলার পক্ষ থেকে পালন করা হয়েছে অমর ২১শে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস’২০২০।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে খুলনা শহিদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে ভাষা আন্দোলনে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম।
শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃআনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ আব্দুল্লাহ বিন কালাম,অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, বিশেষ শাখার ডিআইওয়ান, ডিবির ওসি তোফায়েল আহমেদ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এ সময় উপস্থিত ছিলেন।