এবার নাটোরে মাদকসেবীদের ডোপ টেস্ট করালেন কোম্পানি কমান্ডার মির্জা সালাহ্উদ্দিন। নাটোরে মাদকসেবীদের ডোপ টেস্ট, ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায়,গতকাল ০৯ মে ২০২১ ইং তারিখ রাত ২২:২০ ঘটিকায় RAB-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কর্তৃক মল্লিকহাটি আম বাগান, নাটোর সদর থানা এলাকায় কোম্পানি কমান্ডার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক সেবন রত অবস্থায় মাদকসেবীদের আটক করত: নাটোর সদর হাসপাতলে আনা হয়। সেখানে ডোপ টেস্টে ৭ জনের ক্ষেত্রে রিপোর্ট পজেটিভ হওয়ায় তাদের বিরুদ্ধে "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮" এ মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, উক্ত মাদকসেবীদের নিকট হতে প্রাপ্ত-
(১) গাঁজা ৩ গ্রাম,
(২) গ্যাস লাইটার ৪ টি,
(৩) মোবাইল ৩ টি,
(৪) সিম ৪ টি এবং
(৫) মেমোরি কার্ড ২ টি জব্দ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন জানান, এই মাদকসেবীদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।