মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা'র দিক নির্দেশনা মোতাবেক দেশ ব্যাপী দূর্ণীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছে দুদক।
দুদকের পাসাপাসি আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ও দেশের সকল ক্যাসিনো গুড়িয়ে দিয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।তারই ধারা বাহিকতায় ও সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে এবার শুদ্ধি অভিযানের ছোয়া লাগলো খুলনা জেলা পুলিশে।
মঙ্গলবার সকালে খুলনা শিরোমনিস্থ পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের ব্যবহৃত মটর সাইকেল এর কাগজপত্র সরেজমিনে পরিদর্শন করেন খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম।
এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মটর সাইকেল আরোহী সকল পুলিশ সদস্যদের হেলমেট আছে কিনা তা যাচাই করেন এবং বৈধ কাগজপত্র ছাড়া মটরসাইকেল ব্যবহারকারী সকলের প্রতি কঠোর হুঁশিয়ারি প্রদান করেন খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম।পরিদর্শন কালে অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ,
অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল মোঃ সজিব খান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এএনএম ওয়াসিম ফিরোজ প্রমূখ উপস্থিত ছিলেন।