এরা বাংলা নায়ক পুলিশ বাহিনী।।
------------------------------------
আমি গাই তার গুনো গান
যে করে অসহায় মানুষকে সম্মান
আমি লিখবো সেই সব মানুষের কথা
যারা অসহায় মানুষের ব্যথায় পায় ব্যথা।।
মানুষ ছুটে আসে তাদেরি কাছে
যারা অসহায় মানুষের সবসময় পাশে থাকে
বিপদে পরলে আসবেন ছুটে পুলিশের কাছে
সাহস, ভরসা যোগাবে পুলিশ সবসময় পাশে থেকে।।
আমরা সেই সকল মানুষগুলোর কাছে আসি
যারা অন্যয় দেখলে রুখে দাঁড়ায়
সাধারণ মানুষের মুখে ফুটায় হাসি।।
আর্শীবাদ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায় মন
যারা মানবিক কাজ করার দৃষ্ঠান্ত রাখে সর্বক্ষণ
যখন দেখি তারা পুলিশ প্রশাসন
হৃদয় কে করতে পারি না আর বারং।।
ছুটে যাই ব্যাকুল হয়ে প্রিয় মানুষের কাছে
দেশ সেবার কাজে করচ্ছে যারা অক্লান্ত পরিশ্রম
আমি ভালোবাসি সে সব মানুষদের
যারা জনতার ডাকে সারা দেয় সর্বক্ষণ।।
এরা বাংলার নায়ক পুলিশ বাহিনী
সাধারণ মানুষের জন্য
জীবন দিতে ও হয়না পিছুটান সর্বক্ষণী।।
জনতার সেবক আমি পুলিশ আমার নাম
আমরা আমজনতা ভালোবাসবো
ভালোবাসা আমাদের কাম।।
কবিতাটা সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম কে উৎসর্গ করিলাম। পদ্মার এ পাড়ে তাঁর মত মানবিক ও বড় মনের পুলিশ অফিসার খুব ই কম আছে বলে এ প্রতিবেদক মনে করে।তাঁর দুরদর্শিতা ও দক্ষ নেতৃত্বের কারনে সাতক্ষীরার পুলিশ এখন জনতার পুলিশ হিসাবে পরিণত হয়েছে।