নিজস্ব প্রতিবেদকঃ
উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ।আর এই শ্লোগান কে সামনে রেখে নৌ পথের ব্যবসা-বানিজ্য কে আরও বেগবান করতে,নৌ সচিব জনাব আবদুস সামাদ নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছেন। ইতি মধ্যে দেশের সকল বন্দর কে যানজট মুক্ত করতে তিনি বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন।যে সমস্ত নদী বা সুমুদ্র পথে চর জমে জাহাজ চলাচলে বিঘ্নিত ঘটছে,সে সমস্ত নদী পথের চরসমুহ ড্র্রেজিং করার কাজ করা হচ্ছে।খুব দ্রুত সময়ের মধ্যে ড্রেজিং কাজ সমাপ্ত করা হবে জানিয়েছন,নৌপরিবহন সচিব জনাব আবদুস সামাদ।
কক্সবাজারের মহেশখালী ও বাঁকখালী চ্যানেলে বি আই ডব্লুউ টিএ এর উদ্যোগে ড্রেজিং সহ সংস্কার কাজ চলছে।অদ্য ০২ ফেব্রুয়ারী ২০১৮ তারিখে উক্ত ড্রেজিং কাজ সরেজমিনে পরিদর্শন করতে যান নৌ সচিব আবদুস সামাদ।পরিদর্শন শেষে তিনি কক্সবাজার মেরিন ড্রাইভ,রেজু খাল,সাবরং, টেকনাফের জেটি,নাফ নদী,রোহিংগা ক্যাম্প পরিদর্শন করেন।