করোনার ২য় ঢেউ মোকাবেলায় মাস্কপরা নিশ্চিত করতে কঠোর অবস্থানে নেমেছেন সাতক্ষীরা জেলা প্রশাসন।
সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এঁর নির্দেশে মাস্ক পরিধান নিশ্চিত করতে সোমবার দিনভোর সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নুরুল আমিন। অভিযানে মাস্কবিহীন ঘোরাঘুরি করা, ব্যাবসা কার্যক্রম পরিচালনা করা সহ মাস্কবিহীন থাকায় ০৭ জনকে ২৯০০ টাকা জরিমানা করা হয়।
এসময়ে যাদের কাছে মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। আসন্ন শীতে কোভিড-১৯ এর (Second wave -এ) তীব্র সংক্রমণ হতে পারে। এই লক্ষ্যে সবাইকে সচেতন থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সরকারি নির্দেশনা অনুযায়ী বাধ্যতামূলক ভাবে মাস্ক পরিধান করতে অনুরোধ করা হচ্ছে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে।