করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে মাঠে নেমেছেন সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন। সূত্র জানায় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর নেতৃত্বেে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি মোঃ আসাদুজ্জামান,স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন সহ টিমের অন্যান্য সদস্যবৃন্দ সোমবার সকাল থেকে বিদেশ ফেরত দের বাড়ি বাড়ি গিয়ে হোম কোরেন্টািন নিশ্চিত করতে প্রত্যেদের বাড়ি বাড়ি গিয়ে লাগ ফ্লাগ টানিয়ে দিছেয়েন এবং কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফিরৎ দের হাতে সনাক্ত সিল মেরে দিচ্ছেন সদর উপজেলার সমন্বিত করোনা প্রতিরোধ টিম।
সংশ্লিষ্ট সুত্র জানায় এতে করে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ি খুব সহজেই চেনা যাবে এবং জনগত সচেতন হয়ে লাল ফ্লাগ টানানো বাড়ির আসে পাসে আর যাবেনা। ফরে করোনা ভাইরাস ছড়ানোর তেমন কোন সম্ভাবনা নেই।