করোনা ভাইরাস প্রতিরোধে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব লুৎফুল কবির পিপিএম দিক নির্দেশনা গুলো নগরবাসীকে মেনে চলার আহবান জানিয়েছেন। কেএমপির সরকারি ফেইজবুক পেজ থেকে বলা হয়েছে ------
প্রিয় খুলনা মহানগরবাসী আস্সালামু আলাইকুম। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনাদের প্রতি শুভ কামনা।
০১। এতদ্বারা সর্বসাধারণকে অবগত করা যাচ্ছে যে, বিদেশ হতে আগত ব্যক্তিবর্গকে ১৪ দিনের সঙ্ঘনিরোধ (কোয়ারেন্টাইন) থাকার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। আপনার প্রতিবেশী এরকম কেউ থাকলে তাকে সঙ্ঘনিরোধে থাকার অনুরোধসহ যদি কেউ তা ভঙ্গ করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানায় অথবা ৯৯৯ এ যোগাযোগ করার জন্য সম্মানিত নাগরিকদেরকে অনুরোধ করা হলো।
০২। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকল ধরনের সামাজিক, ধর্মীয় অনুষ্ঠান, সভা-সমাবেশ আয়োজন ও অংশগ্রহণ করা হতে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
০৩। করোনা ভাইরাস সংক্রমণ রোধে ইতোমধ্যে প্রদত্ত পরামর্শ ও নির্দেশনা মেনে চলুন।
নিজে সুস্থ থাকুন ও সকলকে সুস্থ থাকতে ও রাখতে সহায়তা করুন।
আপনার সুস্থতা ও নিরাপত্তায় সদা জাগ্রত খুলনা মেট্রোপলিটন পুলিশ।