বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের কর্মক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান করা হয়েছে। এ বছর ১০ জন পুলিশ সদস্য পাঁচটি ক্যাটাগরিতে পদক পেয়েছেন। এর মধ্যে জেন্ডার সংবেদনশীল কার্যক্রম গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় একজন পুরুষ পুলিশ সদস্যও এ পদকে ভূষিত হয়েছেন।
২৭ জুন ২০১৯ খ্রি. বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের কাজীর দেউরী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, এমপি, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার), চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি অতিরিক্ত ডিআইজি আমেনা বেগম, পিপিএম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড এর পাঁচটি ক্যাটাগরির মধ্যে Medal of Courage পেয়েছেন র্যাব-৮, বরিশালের অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম ও চট্টগ্রাম জেলার সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা; Excellence in Service পেয়েছেন স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মাফুজা বেগম, পিবিআই, ঢাকা মেট্রো (উত্তর) এর পুলিশ সুপার মিনা মাহমুদা, ডিএমপি, ঢাকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মাহ্ফুজা লিজা ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহ্মিদা হক শেলী; Community Service এ অ্যাওয়ার্ড পেয়েছেন বরগুনা জেলা পুলিশের জাগরণী নারী সহায়তা কেন্দ্রের এসআই(নিরস্ত্র) জান্নাতুল ফেরদৌস ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ সংযুক্ত নারী বেতার কনস্টেবল নুসরাত জাহান; Peacekeeping Mission অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (হেল্থ অ্যান্ড এডুকেশন) তাপতুন নাসরীন এবং Promotion of Gender Sensitivity অ্যাওয়ার্ড পেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী মিসেস হাবিবা হোসেন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের নেতৃবৃন্দ, নারী পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।