সিটিজেন জার্নালিস্ট(জিমি):
কলারোয়ায় ভ্রামম্যাণ আদালতে ৭ব্যবসায়ীকে ১৯হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এক অভিযান পরিচালনা করেন। সোমবার বিকালে অভিযান চলাকালে কলারোয়া উপজেলার ব্রজবাকসা বাজারের ব্যবসায়ী মো: আব্দুল মান্নান(৩৫)তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে ২হাজার টাকা জরিমানা, কাজিরহাট বাজারের ব্যবসায়ী মো: মোস্তফা(৩২)কে ভোক্তা অধিকারের ৩৮ধারায় তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে মুল্য তালিকা ব্যবহার না করার অপরাধে ২হাজার টাকা জরিমানা, কাজিরহাট বাজারের ব্যবসায়ী মোজাম্মেল হক(৩৮)তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধ ২হাজার টাকা জরিমানা, কাজিরহাট বাজারের ব্যবসায়ী সোনাতন পাল(৩২)তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধ ২হাজার টাকা জরিমানা,কাজিরহাট বাজারের ব্যবসায়ী বাবলুর রহমান(৩৫)কে ভোক্তা অধিকারের ৩৮ধারায় তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে মুল্য তালিকা ব্যবহার না করার অপরাধে ২হাজার টাকা জরিমানা, ব্রজবাকসা বাজারের ব্যবসায়ী দুরুদ আলী(৩৫)তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধ ২হাজার টাকা জরিমানা,ওসমান গণি(২২)কে ভোক্তা অধিকারের ৫১ধারা ও তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধ ৭হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রামম্যাণ আদালত চলাকালে উপস্থিত ছিলেন-কলারোয়া থানার পুলিশ পরিদর্শক পিন্টু লাল দাস,পাট উন্নয়ন সহকারী আমির হোসেন ও উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চসহকারী এমএ মান্নান।