♠♠♠♠
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
কলারোয়ায় জমকালো আয়োজনে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। ৩০ জুলাই থেকে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ গাছের সমাহারে ১৬টি স্টল স্থান পেয়েছে।
গতকাল সোমবার ৩০জুলাই সকাল ১১টার দিকে এ উপলক্ষে বর্ণাঢ্য র্্যালি, সেমিনারের আয়োজন করে উপজেলা ফলদ বৃক্ষ মেলা বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা’- শীর্ষক স্লোগানে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনি অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের স্টান্ডিং কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়ন এবং কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী।
সহকারী কৃষি অফিসার আলহাজ্ব আবুল হাসান অনুষ্ঠানটি পরিচালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে উপজেলা পরিষদ থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গাছের চারা বিক্রেতা ও উদ্যেক্তা, সাংবাদিক, সুধিজনসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।