★★★★
কলারোয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো ৩ দিনব্যাপি ভ্রাম্যমাণ বইমেলা। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ বইমেলার শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
ভ্রাম্যমাণ এ বইমেলার সংগঠক দেলোয়ার হোসেন জানান, এই মেলায় দেড় শতাধিক প্রকাশনীর ১০ হাজার বই ডিসপ্লে করা হয়েছে। আয়োজকরা প্রথম দিনে সকল বয়সী মানুষের বিপুল সংখ্যক উপস্থিতিতে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এই উপস্থিতি আমাদের সার্বিক আয়োজনকে সার্থক করে তুলেছে।
উপজেলা অডিটোরিয়ামে শুক্রবার দুপুরে শুরু হওয়া এ বইমেলা চলবে আগামীকাল রাববার পর্যন্ত। প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীর জন্য বইমেলা উন্মুক্ত থাকবে। বিকেলে বইমেলায় সরেজমিনে উপস্থিত হয়ে দেখা যায়, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ উৎসাহভরে বই দেখছেন, পড়ছেন ও কিনছেন। মেলা প্রাঙ্গণে কথা হয়, বই কিনতে আসা ৫ম শ্রেণির ছাত্রী রাইসা ও তার বড় বোন প্রিমার সাথে। প্রিমা একাদশ শ্রেণির ছাত্রী। এরা ২ বোন মিলে অনেকগুলো বই কেনে। পছন্দের কোনো বই কেনা থেকে এরা বিরত হয়নি। এদের মতো অন্য শিক্ষার্থীরাও বই কেনে আনন্দচিত্তে। ‘আলোকিত মানুষ চাই’ এই শ্লোগানকে সামনে রেখে কলারোয়ার মানুষ প্রথম দিনেই যে পরিমাণ বই কিনেছেন, তাতে আয়োজক সংস্থার দায়িত্বপ্রাপ্ত আব্দুল মালেক, দেলোয়ার হোসেন, সোহেল সরকার ও উৎপল কুমার সাহা দারুণ উদ্দীপ্ত। তাঁরা আশা করছেন, প্রকৃতি বিরূপ না হলে শনিবার দর্শনার্থীর সংখ্যা আরও বাড়তে পারে।
তথ্যঃদৈনিক সাতক্ষীরা।