![]()
কলারোয়া থানা ও সরশকাটি পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল বিপিএম।মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলার কলারোয়া থানা ও সরশকাটি পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
![]()
পরিদর্শনকালে সর্বপ্রথম কলারোয়া থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার অত্র থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন।
এসময় পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে অবাদ, সুষ্ঠ ও বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহনযোগ্য নির্বাচন। এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে বাংলাদেশ পুলিশের সকল অফিসার ও ফোর্স। এছাড়াও জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ নির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।পরে পুলিশ সুপার থানার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী, অফিসার ইনচার্জ, কলারোয়া থানা,এইচ এম শাহীন সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।