কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২১৭ বোতল ফেনসিডিল সহ ০১ জন আসামী ও ০১ জন সিআর গ্রেফতারী পরোয়ানা মামলার আসামী মোট ০২ জন কে গ্রেফতার করেছে।আটকৃত মাদক ব্যবসায়ীর নাম মোছাঃ রেবেকা খাতুন(৩২)।সে চন্দদনপুর গ্রামের আলমঙ্গীরের স্ত্রী।
থানা পুলিশের সূত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিক নির্দেশনায় মোতাবেক কলারোয়া থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ বুরহান উদ্দিন, এসআই(নিঃ) মোঃ ইস্রাফিল হোসেন, এএসআই(নিঃ) রফিকুল ইসলাম ,এএসআই(নিঃ) মোঃ জিল্লুর রহমান,এএসআই(নিঃ) মোঃ লিটন হোসেন সহ সংগীয় ফোর্সের সহায়তায় ইং-২৫/০৮/২০২০ তারিখ রাতে থানা এলাকায় বিশেষ মাদকদ্রব্য অভিযান ডিউটি করাসহ ওয়ারেন্ট তামিল ডিউটি করা কালে আসামী ১। মোছাঃ রেবেকা খাতুন(৩২),স্বামী-মোঃ আলমগীর হোসেন, সাং- চন্দনপুর,থানা- কলারোয়া, সাতক্ষীরাকে কলারোয়া থানাধীন ০৭ নং ইউপি এর চন্দনপুর গ্রামস্থ ধৃত আসামী মোছাঃ রেবেকা খাতুন(৩২)এর বসত ঘরের সামনে গোয়াল ঘরের মধ্যে হইতে গ্রেফতার করেন।
সিআর গ্রেফতারী পরোয়ানা তামিল আসামী মোঃ নাজমুল হোসেন,পিং মনতাজ হক,সাং-বুজতলা,থানা-কলারোয়া,জেলা-সাতক্ষীরাকে রাত ২৫/০৮/২০২০ তারিখ রাতে তাহার নিজ বসত ঘর হইতে গ্রেফতার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান আটকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।